• স্রষ্টা অরুণকুমারের প্রয়াণের পর ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের বিতর্ক সামনে আনলেন ‘ভূমি’র সুরজিৎ?
    এই সময় | ২৩ নভেম্বর ২০২৪
  • স্নেহা সেনগুপ্ত

    ‘লাল পাহাড়ির দেশ’ ছেড়ে আর না-ফেরার দেশে রওনা দিয়েছেন কবি অরুণকুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার তাঁর প্রয়াণ ঘটেছে চুঁচুড়া ফার্ম সাইড রোডের বাড়িতেই। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কবি। তাঁর লেখা ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ গানটি গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল বাংলা ব্যান্ড ‘ভূমি’। তৈরি হয়েছিল বিতর্কও। কী ছিল সেই বিতর্ক? কবির প্রয়াণের খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন ব্যান্ড মেম্বার সুরজিৎ চট্টোপাধ্যায়। বিতর্ক নিয়ে মুখও খুলেছেন তিনি।

    বাংলা ব্যান্ড ‘ভূমি’র সঙ্গে ওতপ্রোত হয়ে গিয়েছে ‘লাল পাহাড়ি দেশে যা’ গানটি। তবে আশ্চর্যের বিষয়ে এটাই, ‘ভূমি’র এত বছরের পথচলায় কেবলমাত্র এই একটি গানটিকে ঘিরেই তৈরি হয়েছিল যাবতীয় বিতর্ক। ঠিক কী ঘটেছিল, এই সময় অনলাইনকে বলেছেন সুরজিৎ, ‘আমাদের ব্যান্ডে অনেক গান। কিন্তু যে গানটি কনট্রোভার্সি (পড়ুন বিতর্ক) তৈরি করেছিল, তা হল এই ‘লাল পাহাড়ি দেশে যা’। আমরা যখন গানটি গাই, ব্যান্ড মেম্বারদের সকলেরই ধারণা ছিল, সেটি একটি প্রচলিত ‘ফোক’ গান। সেই গানের স্রষ্টা যে অরুণকুমার চক্রবর্তী, তা আমরা কেউই জানতাম না। এমনকী, মানুষটাকে চিনতামও না।’

    ভাবা যায়! সুরজিতের বক্তব্য, এই গানটি তাঁরা বাউলদের কণ্ঠেই প্রথম শুনেছিলেন। ‘ভূমি’র তরফে যে ক্যাসেট প্রকাশ করা হয়েছিল, তাতে স্পষ্ট লেখা ছিল—‘কথা ও সুর প্রচলিত’। অরুণকুমার চক্রবর্তীর সঙ্গে আলাপ ছিল না ‘ভূমি’ ব্যান্ডের কারও। বিষয়টি প্রকাশে আশায় জলঘোলা হয়েছিল খানিক। ভুল বুঝেছিলেন অরুণকুমারও।

    তবে পরবর্তীকে সব দুঃখ ঘুঁচে যায়। অরুণকুমার আপন করে নিয়েছিলেন ‘ভূমি’ ব্যান্ডের সদস্যদের। স্মৃতির সরণি দিয়ে হাঁটতে হাঁটতে সুরজিৎ বলেন, ‘আমার মনে আছে, চুঁচুড়ায় একটি অনুষ্ঠান হয়েছিল। আমরা যাচ্ছি জেনে অরুণদা তাঁর বাড়িতে ডেকেছিলেন। চা খাইয়েছিলেন। সঙ্গে ঝুরি ভাজাও। মানুষটা সকলকে ঝুরি ভাজা খাওয়াতে খুব ভালোবাসতেন। ঝোলায় লজেন্স নিয়ে ঘুরতেন। মনকষ্ট নিয়ে থাকতেন না। শিশুর মতো সরল ছিলেন। মানুষকে সহজে ক্ষমাও করতে পারতেন। চুঁচুড়ার সেই শোয়ে ‘লাল পাহাড়ি দেশে গান’-এ আমাদের সঙ্গে স্টেজে উঠে নেচেছিলেনও অরুণদা।’ এই ঘটনাটি ঘটেছিল চুঁচুড়ার রবীন্দ্রভবনে, যা কোনও দি ঘটেছিল চুঁচুড়ার রবীন্দ্রভবনে নও ভুলতে পারবেন না সুরজিৎ। চিরকালই মনে রেখে দেবেন।

    (‘লাল পাহাড়ির দেশে’ গানটি সবচেয়ে বেশি গেয়েছিলেন ‘ভূমি’ বাংলা ব্যান্ডের সৌমিত্র রায়। তাঁর সঙ্গে যোগযোগ করা যায়নি।)

    কেবল ‘ভূমি’ নয়, কবি অরুণকুমার চক্রবর্তীর প্রয়াণে বাংলার সঙ্গীত দুনিয়া শোকস্তব্ধ। ‘ক্যাকটাস’ ব্যান্ডের গায়ক ডাঃ সিদ্ধার্থ রায় এই সময় অনলাইনকে বলেছেন, ‘অরুণদা চলে গেছেন, আপনাদের থেকেই প্রথম জানতে পারলাম। অনেক স্মৃতি আছে ওঁর সঙ্গে। খারাপ লাগছে ভেবে, আস্তে আস্তে সকলে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। তবে একটা কথা বলতে চাইব, কেবল ‘লাল পাহাড়ির দেশে’ নয়, অরুণদা আরও অনেক গান লিখেছিলেন। খুবই গুণী মানুষ ছিলেন। মনটা ছিল শিশুর মতো।’
  • Link to this news (এই সময়)