• পদ্ম শিবিরের হাতছাড়া হতে চলেছে মাদারিহাট, ঘাসফুলের জয় শুধু সময়ের অপেক্ষা
    আজকাল | ২৩ নভেম্বর ২০২৪
  • অতীশ সেন: মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির হাতছাড়া হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। প্রথমবার এই আসনটিতে জয়ী হতে চলেছে তৃণমূল। ভোট গণণার আগে পর্যন্ত বিজেপি ও তৃণমূল দুই দলই এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু শনিবার ভোট গণনার দিন দেখা গেল এই লড়াই কার্যত একপেশে। চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো'র প্রাপ্ত ভোট ছিল ১৮৮৬৮, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার এর প্রাপ্ত ভোট ৮৯৩৪।

    অর্থাৎ তৃণমূল প্রার্থী এগিয়ে ছিল ৯৯৩৪ ভোটে। তৃতীয় রাউন্ড গণনার শেষে এই ব্যবধান বেড়ে প্রায় ১৪ হাজার ৬১০ গিয়ে দাঁড়ায়। চতুর্থ রাউন্ড শেষে জয়প্রকাশের প্রাপ্ত ভোট ৩৯৩৫৩, রাহুল লোহার এর প্রাপ্ত ভোট ২১৩৭৫। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ এগিয়ে রয়েছেন ১৭৯৭৮ ভোটে। তৃতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা, তাঁর প্রাপ্ত ভোট ২৪১৩। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় কোনও অঘটন না ঘটলে এই ব্যবধান কমার সম্ভাবনা নেই। বলা যেতেই পারে, প্রথমবারের মত মাদারিহাট আসনটি তৃণমূলের দখলে আসতে চলেছে।

    রাজ্যের উপনির্বাচনে অন্য পাঁচটি আসন তৃণমূলের দখলে থাকলেও একমাত্র মাদারিহাট আসনটিতে তৃণমূল কখনো জয়ী হয়নি। ২০১১ সাল পর্যন্ত এই আসনটি বাম শরিক আর.এস.পি'র দখলে ছিল। ২০১৬ সালে এই আসনে প্রথমবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হন। ২০২১ সালের নির্বাচনেও আসনটি ছিল বিজেপির দখলেই। ২০২৪ সালের উপনির্বাচনে প্রথম বারের মত মাদারিহাট আসনটিতে তৃণমূল জয়ী হতে চলেছে তা এখন একপ্রকার নিশ্চিত। চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।
  • Link to this news (আজকাল)