• দমদম নয়, শনি-রবিবার প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে! সূচি বদলের ভাবনা?
    আনন্দবাজার | ২৩ নভেম্বর ২০২৪
  • এত দিন দমদম থেকেই ছাড়ত দিনের প্রথম এবং শেষ মেট্রো। তবে এ বার তা বদলের ভাবনা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের। শনিবার এবং রবিবার দমদম থেকে নয়, প্রথম এবং শেষ মেট্রো পরিষেবা মিলবে নোয়াপাড়া থেকে। পরীক্ষামূলক ভাবে এই দু’দিন নতুন সূচিতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    মেট্রোরেল জানিয়েছে, শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর প্রথম মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে। এত দিন সেই পরিষেবা মিলত দমদম থেকে। তবে এই শনিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। আর শেষ পরিষেবাও মিলবে দমদমের পরিবর্তে নোয়াপাড়া থেকে। মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। যদিও দক্ষিণেশ্বর থেকে পূর্বসূচি মেনেই মেট্রো চলাচল করবে। শনিবার আপ-ডাউন মিলিয়ে চারটি বেশি পরিষেবা দেবেন কর্তৃপক্ষ।

    শুধু শনিবার নয়। রবিবার অর্থাৎ ২৪ নভেম্বরের সূচিতেও সামান্য বদল আনা হয়েছে। সে দিনও প্রথম মেট্রো দমদমের পরিবর্তে নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকেও একই সময়ে পাওয়া যাবে প্রথম মেট্রো। শেষ মেট্রো পরিষেবা নোয়াপাড়া থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শেষ পরিষেবার ক্ষেত্রে কোনও সূচি পরিবর্তন হয়নি।

    অনেকের প্রশ্ন, ভবিষ্যতে কি দমদমের পরিবর্তে নোয়াপাড়া থেকেই মেট্রো পরিষেবা মিলবে? যদিও মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, এখনই তাঁরা এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যাত্রীদের প্রতিক্রিয়ার পরই পরবর্তী ভাবনা। এই শনি এবং রবিবার শুধু পরীক্ষামূলক ভাবে নোয়াপাড়া থেকে প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে।

  • Link to this news (আনন্দবাজার)