হাড়োয়ায় আবার দ্বিতীয় স্থানে ISF, রেখা পাত্রর কেন্দ্রে BJP তৃতীয়
আজ তক | ২৩ নভেম্বর ২০২৪
Haroa By- Election: হাড়োয়াতে তৃণমূলের সবুজ ঝড়। দশম রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় তৃণমূল বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৯৩ হাজারের বেশি ভোটে এগিয়ে টিএমসি। তৃণমূলের রবিউল ইসলাম এখনও পর্যন্ত পেয়েছেন ১,১৩,৮৯৭ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফের পিয়ারুল। তাঁর প্রাপ্ত ভোট এখনও পর্যন্ত ২০,৭৬১। বিজেপি প্রার্থী বিমল দাস এখনও পর্যন্ত ৭,৭৮৭ টি ভোট পেয়েছেন।
গত ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের দিন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে ৷ ওই কেন্দ্রের ৩৭টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিল আইএসএফ। যদিও সেই দাবিতে মান্যতা দেওয়া হয়নি। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম। বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ীও হন। তবে যদিও মাসখানেক আগে তিনি প্রয়াত হয়েছেন।
বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের তারকা প্রার্থী ছিলেন বিজেপির রেখা পাত্র। সন্দেশখালি ইস্যুর পরও বিজেপি সেখানে দাগ কাটতে পারেনি। হেরে যান রেখা। বিধানসভার মতো উপ-নির্বাচনে হাড়োয়া কেন্দ্রেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে আইএসএফ।
মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। ২০টি গণনা টেবিলে রয়েছেন মোট ২৪০ জন গণনা কর্মী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী ও বিজেপির প্রার্থী বিমল দাস।