• বঙ্গোপসাগরের নিম্নচাপে কি বৃষ্টি হবে? ১৩ জেলার জন্য বিশেষ পূর্বাভাস
    আজ তক | ২৩ নভেম্বর ২০২৪
  • দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও পশ্চিমবঙ্গে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের উদ্ভব হবে, যা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলের দিকে থাকায় বাংলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

    তাপমাত্রা স্থিতিশীল, নেই বৃষ্টির সম্ভাবনা
    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। পরবর্তী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির আশপাশেই থাকবে।

    জেলাগুলিতে কুয়াশার সতর্কতা
    দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও আগামী ৪৮ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

    পর্যটক ও মৎস্যজীবীদের সতর্কতা
    বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা
    উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এর ফলে বাংলায় কোনো প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আবহবিদদের মতে, বাংলায় আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

    সকালের কুয়াশায় বাড়তি সতর্কতা
    জেলাগুলিতে সকালবেলা কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই এই সময় যানবাহন চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপ সৃষ্টি হলেও বাংলায় আপাতত তাপমাত্রা স্বাভাবিক থাকবে। শীতের প্রকোপ না বাড়লেও সকালবেলায় কুয়াশা ও মনোরম আবহাওয়ার মিশেলে রাজ্যে শীতের আমেজ কিছুটা হলেও অনুভূত হচ্ছে।

     
  • Link to this news (আজ তক)