• উপনির্বাচনে ছক্কা! ‘জমিদার নই, মানুষের পাহারাদার’, পোস্ট মমতার, বিজেপিকে বিঁধলেন অভিষেক
    প্রতিদিন | ২৩ নভেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনে একেবারে ছক্কা হাঁকিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের দুরমুশ করে ছটিতেই জিতেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। শনিবার এই ফলপ্রকাশের পর সোশাল মিডিয়া পোস্টে জয়ীদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। X হ্যান্ডলে মা-মাটি-মানুষকে এই জয়ের কাণ্ডারি বলে উল্লেখ করে মমতার স্পষ্ট বার্তা, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’ আর অভিষেক বিঁধলেন বিজেপির ‘জমিদারি’ মনোভাবকে। 

    মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা ?? pic.twitter.com/FUQxCI1xW2

    — Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2024

    তৃণমূলের এই ফলাফল অবশ্য প্রত্যাশিত ছিল। চিন্তা ছিল একমাত্র বিজেপির দখলে থাকা মাদারিহাট নিয়ে। শনিবার সকালে ভোটগণনার শুরু হয়। বেলা যত গড়িয়েছে, ততই ঘাসফুল শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে।  মাদারিহাটের গেরুয়া গড়ও  হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দাপটের কাছে। আর তার পরই ছয় প্রার্থীর জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কৃতিত্ব দিয়েছেন মা-মাটি-মানুষকে। সেইসঙ্গে লিখেছেন, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার।’ 

    জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। X হ্যান্ডলে  তিনি অবশ্য বিরোধীদের কার্যত তুলোধোনা করেছেন। অভিযোগ তুলেছেন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করতে কলকাতা হাই কোর্টেও গিয়ছিলেন বিরোধীরা। তা পুরোপুরি স্বার্থান্বেষণের জন্যই ছিল। পাশাপাশি বিজেপি গড় মাদারিহাটেও তৃণমূল জেতায় সেখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। তৃণমূল স্তরের কর্মীদের কৃতিত্বের কথাও তুলে ধরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।    
  • Link to this news (প্রতিদিন)