• সাগরে শক্তিবৃদ্ধি করতে পারে নিম্নচাপ, রাজ্যে আপাতত আর কমবে না তাপমাত্রা
    আনন্দবাজার | ২৪ নভেম্বর ২০২৪
  • বঙ্গোপসাগরে শক্তিবৃদ্ধি করতে পারে নিম্নচাপ। সোমবার সেই সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। নেই বৃষ্টির সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার নাগাদ তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। এই প্রক্রিয়া অনেক দূরে ঘটতে থাকার ফলে বাংলায় সরাসরি তার কোনও প্রভাব পড়বে না।

    দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা কম বলেই মনে করছে হাওয়া অফিস। রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেখানে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

  • Link to this news (আনন্দবাজার)