শনিবার নির্ধারিত সময়েই বরাহনগর থানায় হাজিরা দেন তন্ময়। জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে তিনি জানান, পুলিশ তাঁকে কাগজ দিয়ে বলেছে আর আসতে হবে না। তন্ময়ের কথায়, ‘‘পুলিশের তরফে আমায় বলা হয়েছে ওঁদের তদন্ত প্রক্রিয়া শেষ। আর আমায় থানায় আসতে হবে না।’’ এ বিষয়ে পুলিশ তন্ময়ের হাতে নথিও তুলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে গত ২৭ অক্টোবর। ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে বসে পড়েন’। অভিযোগের পর ওই দিন বিকেলেই সিপিএমের তরফে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দেন, দল তন্ময়কে সাসপেন্ড করছে। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করবে। যত দিন সেই তদন্ত চলবে, তত দিন তন্ময় সাসপেন্ড থাকবেন। তদন্ত শেষ হলে সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই তন্ময়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আইসিসি-তে। ইতিমধ্যে তন্ময়কে ডেকে এক বার জিজ্ঞাসাবাদ করেছে সিপিএমের অভ্যন্তরীণ কমিটি। তার পরে আরও কয়েক জনের সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু করেছেন কমিটির সদস্যেরা।