• উল্টোডাঙায় রেললাইনের ধারের বস্তিতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক ঝুপড়ি
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৪
  • ফের শহরে অগ্নিকাণ্ড। রবিবার ৭টা নাগাদ উল্টোডাঙায় রেললাইনের পাশে কৃষ্ণপল্লি বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন। কী কারণে এই আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

    জানা গিয়েছে, রবিবার সকালে এই বস্তির একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঝুপড়িগুলিতেও। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে দমকল দপ্তরের তরফে। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডেও। সুজিত বসু জানান, দমকল দপ্তর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ইঞ্জিন পাঠিয়ে দেয়। তার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। বিধায়ক সুপ্তি পাণ্ডেও সেখানে পৌঁছন। আপাতত আগুন নিয়ন্ত্রণে।

    ক্ষতিগ্রস্তদের পুরসভার তরফে সাহায্য করা হবে বলে জানান সুজিত বসু। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

    অন্যদিকে, শনিবার রাতে গড়িয়া রেল ব্রিজের নিচে ছোট ছোট ঝুপড়ি দোকানে হঠাৎ আগুন লাগে এবং পড়ে তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)