নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জ থানার নারায়ণকুড়ি এলাকায় ইসিএলের ওসিপি বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। শনিবার রানিগঞ্জ-কালিপাহাড়ি রাস্তা অবরোধ করেন। তাঁদের অভিযোগ, খাদানে ব্লাস্টিংয়ের জেরে বড় বড় পাথর উড়ে আসছে। বাড়িঘর ভাঙছে। কিন্তু কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এদিন এগরা পঞ্চায়েতের প্রধান মমতা মণ্ডলও আন্দোলনে যোগ দেন। তিনি বলেন, আমরা এনিয়ে ইসিএলের সঙ্গে বারবার বৈঠক করেছি। বৈঠকে ইসিএল কর্তৃপক্ষ যে সব আশ্বাস দেয়, তা পূরণ করা হয় না। হয় তারা গ্রামবাসীদের পুনর্বাসন দিক, নয়তো ওসিপি বন্ধ রাখা হোক।