• দলের জয়ে উচ্ছ্বাসে ভাসল পশ্চিম বর্ধমানের তৃণমূল কর্মীরা
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: উপনির্বাচনে দলের জয়জয়কারে উচ্ছ্বাসে ভাসল পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস কর্মীরা। শনিবার আসানসোল বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল কর্মীরা জমায়েত হন। তাঁরা পটকা ফাটিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে হাজির ছিলেন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। এদিন দুর্গাপুরেও তৃণমূল মহামিছিল করে। সেখানে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদ্য দুর্গাপুর মহিলা সমবায় নির্বাচনে ৩৩-০ আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।  
  • Link to this news (বর্তমান)