নিষিদ্ধ থার্মোকলের থালা ও বাটি বিক্রি রুখতে অভিযান
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কাঁথি: নিষিদ্ধ থার্মোকলের থালা-বাটি মজুত ও বিক্রির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানা এলাকায় পুলিসি অভিযান শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভূপতিনগর থানার ইটাবেড়িয়া বাজার, সুশীলামোড়, মাধাখালি বাজার, বাজকুল বাজারে থার্মোকল ও প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ভূপতিনগর স্কুলমোড়ে একটি দোকান থেকে প্রচুর নিষিদ্ধ থার্মোকলের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। দোকান মালিক শ্রীকান্ত মালাকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এছাড়া কাঁথি, মারিশদা, রামনগর, এগরা, মহিষাদল থানার পুলিসের অভিযানে গ্রেপ্তার হয়েছে ছ’জন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ থার্মোকলের সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিস।
উল্লেখ্য, শীতকাল হল পিকনিক করার আদর্শ সময়। শীত পড়তেই বিভিন্ন এলাকায় পিকনিকের ধুম পড়েছে। পিকনিকের এই মরশুমে থার্মোকলের থালা, বাটি, গ্লাস ব্যবহার হয় যথেচ্ছভাবে। পরিবেশ সুরক্ষা আইনে প্লাস্টিক ও থার্মোকলের সামগ্রী আগেই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের একাংশ কোনওকিছুর তোয়াক্কা না করে থার্মোকলের থালা, বাটি, গ্লাস, মজুত ও বিক্রি করেন। হাতের কাছে সহজে পেয়ে মানুষও এসব ব্যবহার করেন। পিকনিকের পর ঝাউবন সহ যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে থার্মোকলের সামগ্রী, প্লাস্টিকের বোতল সহ অন্যান্য সামগ্রী। তাই জেলা পুলিসের নির্দেশে অভিযান শুরু হয়েছে। জেলার অতিরিক্ত পুলিস সুপার শুভেন্দ্র কুমার বলেন, রাজ্য পুলিস-প্রশাসনের নির্দেশে এই অভিযান। পুলিসের তরফে অভিযান জারি থাকবে।