নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানার ৩৮জন এসআই, এএসআইকে বদলি করা হয়েছে। কয়েক দিন আগে জামালপুর, শক্তিগড়, রায়না, জামালপুর, ভাতার থানায় ওসি বদল করা হয়েছে। শনিবার এসআই এবং এএসআইদের বদলির তালিকা প্রকাশ হয়েছে। তারমধ্যে ২২জন এসআই এবং ১৬জন এএসআই রয়েছেন। আগামী দিনে আরও কিছু রদবদল হতে চলেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে একই থানায় থাকা কনস্টেবল এবং হোমগার্ডদেরও সরানো হবে। এক পুলিস আধিকারিক বলেন, রুটিন বদলি করা হচ্ছে।