সংবাদদাতা, রামপুরহাট: গ্রামেরই এক ব্যক্তি জলপ্রকল্পের পাইপলাইন কেটে দেওয়ায় প্রায় ৪০০ পরিবার সমস্যায় পড়েছে। শনিবার রামপুরহাট থানায় গণস্বাক্ষরসহ অভিযোগ জানালেন সৈপুর গ্রামের বাসিন্দারা। জলপ্রকল্পের লাইন কেটে দেওয়ায় তাঁদের দূর থেকে জল আনতে হচ্ছে। পুলিস অভিযোগের ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
রামপুরহাট-১ ব্লকের আয়াস পঞ্চায়েতের তরফে বাড়ি বাড়ি জল সরবরাহের প্রকল্প রয়েছে। যা গ্রামবাসীদের জলের চাহিদা মিটিয়ে আসছে। এলাকার বাসিন্দা বদরে আলম, আবদুল হালিম, জানে আলম শেখ, কালাম শেখদের অভিযোগ, প্লাস্টিকের পাইপলাইন লিক করে গ্রামেরই এক ব্যক্তির জমিতে জল জমছিল। সেই রাগে সে পাইপলাইন কেটে দেয়। এর জেরে প্রায় ৪০০ পরিবার জল না পেয়ে দুর্ভোগে পড়েছে।
শুক্রবার গ্রামের লোকজন আলোচনা করে ওই ব্যক্তির বাড়িতে যান। তাকে পাইপলাইন যুক্ত করে দিতে বলা হয়। কিন্তু অভিযোগ, সে রাজি তো হয়ইনি, বরং গ্রামের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। দূর থেকে মহিলা ও বাচ্চাদের জল আনতে হচ্ছে। বিষয়টি নিয়ে গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। সেজন্য তাঁরা পুলিসের দ্বারস্থ হয়েছেন। পুলিস জানিয়েছে, এটি গ্রাম্য বিষয়। পাইপলাইন যুক্ত করে জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।