• ‘বীরাঙ্গনা’ নগরগ্রামের আবাসিক হোমের কিশোরী
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: ‘বীরাঙ্গনা’ পুরস্কার পেল খড়গ্রামের নগরগ্রামের সরকারি সাহায্য প্রাপ্ত আবাসিক হোমের এক কিশোরী। রাজ্য সরকারের শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফে গত ২১ নভেম্বর ওই পুরস্কার দেওয়া হয়। কলকাতায় একটি অনুষ্ঠানে কিশোরীর হাতে বীরাঙ্গনা স্মারক ও পাঁচ হাজারের চেক দেওয়া হয়।


    নগরগ্রামের ওই আবাসিক হোমের সুপার মিঠু মণ্ডল বলেন, মোবাইলে আসক্ত হয়ে ওই কিশোরী নবম শ্রেণিতে পাঠরত অবস্থায় পাচার হয়ে যায়। এরপর ওকে বিদেশেও পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় প্রশাসনের তরফে ওকে উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এই হোমে আবাসিক হিসেবে রাখা হয়েছিল। এখান থেকেই মেয়েটি কঠোর লড়াই করে এবছর মাধ্যমিক দিয়ে ৩২০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। রাজ্য সরকারের তরফে তাকে বীরাঙ্গনা পুরস্কার দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)