• সিউড়ির ভুরকুনায় জনসংযোগ বাড়াতে চায়ের আড্ডায় বিধায়ক
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: জনসংযোগ বাড়াতে ও মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে গ্রামীণ এলাকায় চায়ের আড্ডায় যোগ দিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি। সিউড়ি-১ ব্লকের ভুরকুনা পঞ্চায়েতের পানুরিয়ায় একটি মোড়ে শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি চায়ের আড্ডায় বসেন। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন গ্রামের বাসিন্দারা হাজির ছিলেন। এলাকার মানুষ বিধায়ককে সামনে পেয়ে নিজেদের একাধিক দাবির কথা তুলে ধরেন। এরপর বিধায়ক মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং তার সুবিধার কথাও তুলে ধরেন। বিকাশবাবু বলেন, আমরা মানুষের সঙ্গে থেকে তাঁদের জন্যই কাজ করি। তাই পুজোর পর ভুরকুনার মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে কিছুক্ষণ চায়ের আড্ডায় বসেছিলাম। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনলাম। আমিও কর্মীদের রাজনৈতিক পরামর্শ দিলাম।
  • Link to this news (বর্তমান)