• সিতাইয়ে সমস্ত বিরোধী প্রার্থীর জামানত জব্দ
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের সিতাই উপ নির্বাচনে বিজেপি সহ সমস্ত বিরোধী প্রার্থীর জামানত জব্দ হয়েছে। নিয়ম অনুসারে মোট বৈধ ভোটের ১৬.৬৬ শংতাশ বা ছয় ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সেই হিসাবে সিতাই উপ নির্বাচনে মোট বৈধ ভোট ২ লক্ষ ১৬ হাজার ৮৪৯। সেখানে বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮ ভোট। অর্থাৎ, তাঁর জামানত জব্দ হয়েছে। জামানত জব্দ আটকাতে তাঁকে অন্তত ৩৬ হাজার ভোট পেতে হতো। এখানে মোট সাত জন প্রার্থী ছিলেন। জয়ী সঙ্গীতা রায়  বাদে সকলেরই জামানত জব্দ হয়েছে বলে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেছেন। তিনি বলেন, নিয়ম অনুসারে সিতাইতে সাত প্রার্থীর মধ্যে ছ’জন প্রার্থীরই জামানত জব্দ হয়েছে। 
  • Link to this news (বর্তমান)