• ছোট বোল্লাকালী পুজোতেও ব্যাপক ভিড় তপনের বদলপুরে
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: বোল্লাকালী পুজোর সঙ্গে তপনের বদলপুরেও শুরু হল ছোট বোল্লাকালী পুজো‌। এই উপলক্ষ্যে আটদিন মেলার আয়োজন হয়েছে। তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভিকাহার সংলগ্ন বদলপুরে প্রতিবছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লাকালী পুজোর সঙ্গে সঙ্গে শুরু হয় ছোট বোল্লাকালী পুজো‌। এবছর ৫৩ তম বর্ষে পড়ল বদলপুরের ছোট বোল্লা কালীপুজোর‌। ২৯ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। বদলপুরের ছোট বোল্লাকালী পুজোতেও ব্যাপক ভিড় হয়। পার্শ্ববর্তী মালদহ জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন। 


    দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রামে বোল্লাকালী পুজো‌য় উত্তরবঙ্গ থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ভিড়ের কারণে অনেকেই সেই পুজোয় অংশ নিতে পারেন না। সেই সমস্ত ভক্তরা মূলত তপনের বদলপুরের ছোট বোল্লাকালী পুজো‌য় অংশ নেন।


    বদলপুরের ছোট বোল্লাকালী পুজো এবং মেলা কমিটির সভাপতি প্রকাশ রায় বলেন, আমাদের জেলা ছাড়াও মালদহ ও উত্তর দিনাজপুর থেকে প্রচুর ভক্ত মানত করেন ছোট বোল্লাকালী মায়ের কাছে। প্রতিবছর ৩০ থেকে ৩৫টি ছাগ বলি হয় এখানে।


    পুজোয় আসা রামচন্দ্রপুরের বীরেন বর্মন বলেন, এখানকার ছোট বোল্লা মা অনেক জাগ্রত। অনেকের মনস্কামনা পূর্ণ হয়। তাই মানত করে এসেছি। মেলা দেখে কেনাকাটা করে বাড়ি ফিরব।
  • Link to this news (বর্তমান)