• ডালখোলার ১৬ নম্বর ওয়ার্ডে এক কিমি রাস্তা বেহাল, ক্ষোভ
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: ডালখোলার ১৬ নম্বর ওয়ার্ডে ফারসারা যাওয়ার এক কিমি রাস্তা বেহাল। পিচের চাদর উঠে তৈরি হয়েছে গর্ত। যার জেরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। পুরসভার বাসিন্দা আসিফ আলি বলেন, বিধানসভা ও লোকসভা ভোট চলে গেলেও ওয়ার্ডে রাস্তার কাজ শুরু করল না পুরসভা। সাধারণ মানুষ ধুলোয় জেরবার। ১৬ নম্বর ওয়ার্ডেই পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদের বাড়ি। তবুও পুর কর্তৃপক্ষের সাড়াশব্দ নেই। ভাইস চেয়ারম্যানের দাবি, একাধিকবার রাস্তা সংস্কারের জন্য তিনি পুরবোর্ডে জানিয়েছেন। রাস্তা না হওয়ার বিষয়টি কয়েকবার চেয়ারম্যান স্বদেশ সরকারকে বলা হয়েছে। তিনি জানিয়েছিলেন টেন্ডার হয়েছে। 


    বাসিন্দাদের দাবি, ওই এলাকায় রাস্তার পাশের নালা আর্বজনায় ভর্তি। জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই। অনেকের বাড়ির নোংরা জল নালায় এসে পড়ছে। ঢাকনা না থাকায় গবাদি পশু, সাইকেল ও বাইক নিয়ে নালায় পড়ে কয়েকজন জখম হয়েছে। পুরবোর্ড গঠনের পর থেকে ১৬ নম্বর ওয়ার্ডে কাজ করেনি পুরসভা। এজন্য ভাইস চেয়ারম্যান সরাসরি আঙুল তুলেছেন চেয়ারম্যানের দিকে। এদিকে পুর চেয়ারম্যান জানিয়েছেন, ভাইস চেয়ারম্যান পুরবোর্ডে আছেন। তিনি জানেন পুরসভা কী কী কাজ করছে। প্রত্যেকটি ওয়ার্ডে খারাপ রাস্তা সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার হবে।
  • Link to this news (বর্তমান)