• এবার মোটা টাকা জরিমানা করবে বালুরঘাট পুরসভা
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: গ্রিন সিটি করার লক্ষ্যে পুরসভা বারবার সচেতন করলেও পরিচ্ছন্নতা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই শহরের একাংশ নাগরিকের। এমনই অভিযোগ উঠল বালুরঘাটে। দিনের পর দিন কিছু বাসিন্দা নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলছেন না। রাস্তাঘাটের পাশে জঞ্জাল জমতে থাকায় এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। সতর্ক করে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি নোটিস দেওয়া হয়েছে। একাধিক ওয়ার্ডের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হবে। এতেও পরিস্থিতি না শোধরালে  মোটা অঙ্কের জরিমানার কথা ভাবা হচ্ছে। এছাড়া ব্যাটারি চালিত প্রায় ৩০টি ই-গার্বেজ ভ্যান আনা হচ্ছে পরিষেবা মসৃণ করতে।


    এবিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, প্রতিদিন পুরসভার ই-গার্বেজ ভ্যান বাড়ি বাড়ি যায়। সেখানেই আবর্জনা ফেলতে হবে। শহরের কিছু মানুষ রাস্তায় আবর্জনা ফেলছেন। তাঁদের নোটিস পাঠানো হয়েছে। নাগরিকরা নিয়ম না মানলে এবার এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।


    আবর্জনা সাফাইয়ের জন্য ২৫ টি ওয়ার্ডে নির্দিষ্ট টিম রয়েছে। ওয়ার্ড সুপারভাইজার ছাড়াও নির্মল সাথী ও নির্মল বন্ধুরা রয়েছেন। তারপরেও শহরে আবর্জনা সাফাইয়ে বেশকিছু সমস্যা হচ্ছে।  


    পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫টি ই-গার্বেজ ভ্যান পুরনো হয়ে যাওয়ায় সেগুলি ব্যবহার করা যায় না। ৩৫টি ভ্যান দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে।  তবে, দুর্গাপুজো, কালীপুজোর পর আবর্জনা সাফাইয়ে ঢিলেমির অভিযোগও উঠেছে কর্মীদের বিরুদ্ধে। সেদিকেও নজর দিচ্ছে পুরসভা।


    এবিষয়ে স্যানিটারি বিভাগের এমসিআইসি মহেশ পারেখের মন্তব্য, নোটিস পাওয়ার পর একই কাজ করলে মোটা জরিমানা করা হবে।
  • Link to this news (বর্তমান)