সংবাদদাতা, পুরাতন মালদহ: খুদে পড়ুয়ারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। মোবাইল থেকে পড়ুয়াদের কীভাবে দূরে রাখা যায়, সেবিষয়ে অভিভাবকদের নিয়ে বৈঠক হল মালদহের গাজোল প্রাথমিক বালিকা বিদ্যালয়ে। অভিভাবকদের নিয়ে আয়েজিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডিপিএসসি মালদহের চেয়ারম্যান বাসন্তী বর্মন, গাজোলে সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় প্রমুখ।