সংবাদদাতা, গঙ্গারামপুর: এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার বিকইর এলাকার। পুলিস জানিয়েছে, মৃতার নাম বিষ্ণু সরকার (৭০)। শনিবার সকালে বৃদ্ধাকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোক। বৃদ্ধার মৃত্যুর খবর চাউর হতেই গ্রামবাসীরা বাড়িতে এসে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। গ্রামবাসীর অভিযোগ, সম্পত্তির লোভেই দু’জন মিলে বৃদ্ধাকে খুন করেছেন। প্রতিবাদে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেছেন মৃতার পুত্রবধূ। গঙ্গারামপুর থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ছেলে এবং পুত্রবধূ প্রতিনিয়ত ওই বৃদ্ধার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন। অন্য ছেলে গ্রামের বাইরে রয়েছেন। বৃদ্ধার নামে প্রায় ৩০ বিঘা জমি রয়েছে। বিপুল সম্পত্তি দখলে পেতেই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে সন্দেহ করছেন বাসিন্দারা। ইতিমধ্যে স্থানীয়রা গঙ্গারামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু সরকার বলেন, বৃদ্ধা সোজা হয়েই দাঁড়াতে পারেন না। তিনি আত্মহত্যা করেছেন বিশ্বাস করা সম্ভব নয়। বৃদ্ধার স্বামী নেই। এক ছেলে বাইরে থাকেন। সেই সম্পত্তি পেতে আর এক ছেলে ও পুত্রবধূ প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারা খুন করেছে বলে সন্দেহ রয়েছে বলে আমরা গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগ অস্বীকার করে মৃতার পুত্রবধূ শম্পা সরকার বলেন, শুক্রবার রাতে শাশুড়ি মা খেয়ে ঘরে ঢুকে যান। শনিবার সকালে দরজা না খোলায় আমাদের সন্দেহ হয়। জানলা দিয়ে উঁকি দিতেই দেখি তাঁর দেহ ঝুলছে। প্রতিবেশীদের খবর দিয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। গ্রামবাসীরা ভিত্তিহীন অভিযোগ করছেন। আমরা শাশুড়িকে খুন করিনি। তিনি আত্মহত্যা করেছেন। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, বিকইর এলাকায় বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনার পর উত্তেজনা ছিল। পুলিস এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। গ্রামবাসীরা অভিযোগ দায়ের করে থাকলে তদন্ত করে দেখা হবে।