• বোল্লা মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বোল্লা মেলা থেকে মালদহ ফেরার পথে মারা গেলেন এক বাইকচালক। মৃতের নাম প্রসেনজিৎ মুন্ডা (২৪)। বাড়ি ইংলিশবাজারের সুকান্তপল্লিতে। যুবকটি শুক্রবার রাতে বালুরঘাটে বোল্লামেলায় এসেছিলেন। রাতভর ঘুরে, পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। রাত তিনটের সময় বালুরঘাটের রাজুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। সেখানেই যুবক গুরুতর জখম হয়। ভোরে পুলিস যুবককে উদ্ধার করে হাসপাতালে দিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বালুরঘাটে আসে যুবকের পরিবার। মৃত যুবক ডেলিভারির কাজ করতেন। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। মৃতের স্ত্রী হেনকা মণ্ডল বলেন, ও এখানে কার সঙ্গে এসেছিল, তা আমরা জানি না। তবে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতাল পাঠিয়েছে। অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)