• বিজেপির শিকড় কেটে সমর্থক, কর্মীদের সঙ্গে নাচ প্রকাশ-গঙ্গার
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটের উপ নির্বাচনে দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর জয়ে তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরা নাচবেন এটাই স্বাভাবিক। কিন্তু দলের সাধারণ কর্মী-সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দে নাচলেন জেলা সভাপতি প্রকাশচিক বরাইক ও জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। বিশেষ করে গঙ্গাপ্রসাদবাবুর নাচ দেখে রাজনৈতিক মহলের অনেকেই অবাক। একুশের ভোটের পর বিজেপির সাবেক জেলা সভাপতির পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। একুশের আগস্টে দলের জেলা সভাপতি হন প্রকাশচিক। তৃণমূলের দুই সৈনিকের নেতৃত্বে প্রথমে আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভার ভোটে জয়ের মুখ দেখে দল। তারপর পঞ্চায়েত ভোটে সাফল্য এনে দেন দলের দুই কাণ্ডারী। এরপর চব্বিশের ভোটে জিততে না পারলেও ২০১৯ সালে বিজেপির ২ লক্ষ ৪৩ হাজার ভোটের জয়ের ব্যবধান এক ধাক্কায় ৭৬ হাজারে নামিয়ে আনেন। এবার টানা দেড় মাস ধরে তাঁরা মাদারিহাটে মাটি কামড়ে পড়ে থেকে উপ নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করলেন। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরেও মাদারিহাটে প্রতিটি ভোটে আটকে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস। এবার উপ নির্বাচনে সেই মাদারিহাটে তৃণমূলের দুই সেনাপতির উদয়াস্ত পরিশ্রমে খাতা খুলল দল। রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণেই শনিবার উপ নির্বাচনে দলের জয়ে আবেগ ধরে রাখতে পারেননি জেলা তৃণমূলের দুই কাণ্ডারী। যদিও বিনয়ের সুরে গঙ্গাপ্রসাদবাবু বলেন, উপ নির্বাচনে দলের এই জয়ের পুরো কৃতিত্বই মাদারিহাটের কর্মী-সমর্থকদের। আমরা সবাই খেটেছি। সেজন্য মাদারিহাটে দীর্ঘদিন অধরা থাকা এই জয় এসেছে।
  • Link to this news (বর্তমান)