• ২৪ ঘণ্টা আগেই স্বাভাবিক হল পানীয় জল সরবরাহ, ফিরল স্বস্তি
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: শনিবার সকাল থেকে শিলিগুড়ি পুরসভা এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক হল। ফুলবাড়িতে জল প্রকল্পের ইনটেক ওয়েলের কাজের জন্য পূর্ব ঘোষণা মতো শুক্রবার সকাল থেকে শহরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এই কাজের জন্য শুক্র ও শনিবার, দু’দিন শহরের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছিল শিলিগুড়ি পুরসভা। এতে শহরবাসীর জলকষ্টের কথা ভেবে পুরসভার তরফে বিকল্প ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও শুক্রবার প্রথম দিনেই শহরের বিভিন্ন জায়গায় মানুষকে জলকষ্টে পড়তে হয়। 


    শনিবার মেয়র গৌতম দেব বলেন, পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করেছেন। তাই ৪৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টার মধ্যেই ইনটেক ওয়েলের কাজ শেষ হয়ে যায়। সে কারণেই শনিবার সকাল থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। মেয়রের দাবি, মাত্র একদিনের জন্য জল সরবরাহ বন্ধ থাকায় সেভাবে শহরবাসীকে জলকষ্টে পড়তে হয়নি। 


    মেয়র আরও বলেন, আমরা আগাম ঘোষণা করেছিলাম, এই দু’দিন জল পরিষেবা বন্ধ থাকবে। সেই মতো বৃহস্পতিবার বিকেলের পরেও অনেকক্ষণ আমরা জল সরবরাহ চালু রেখেছিলাম। এতে অধিকাংশ মানুষই অতিরিক্ত জল ধরে রেখেছিলেন। তার পরেও আমরা শহরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচ পৌঁছে দিয়েছি। সে কারণেই একদিন জল সরবরাহ বন্ধ হওয়ায় মানুষের মধ্যে সেভাবে প্রভাব পড়েনি। ২৪ ঘণ্টা আগে এদিন জল সরবরাহ ফের চালু করতে পারায় আমরা খুশি। এবারের জল প্রকল্পের এই মেরামতের কাজের জন্য শহরবাসীকে সমস্যায় পড়তে হয়নি।
  • Link to this news (বর্তমান)