• বারোবিশায় হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ফসল
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: একদল হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল কুমারগ্রাম ব্লকের বারোবিশায়। হাতির দলের তাণ্ডবে ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। শুক্রবার রাতে এলাকার ধান খেত এবং সুপারি বাগান হাতির দল তছনছ করেছে। শনিবার বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা উত্তম দাস বলেন, হাতির হামলায় আমাদের খুবই ক্ষতি হচ্ছে। রাত হলেই হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বিষয়টি বারবার বনদপ্তরে জানালেও কোনও সুরাহা হচ্ছে না। বনদপ্তরের ভল্কা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এছাড়াও হাতির হামলা রুখতে ওই গ্রামে নজরদারি বাড়ানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)