সংবাদদাতা, মেখলিগঞ্জ: বালি বোঝাই পিকআপের সঙ্গে ম্যাজিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন ৪ যাত্রী। জখম হয়েছেন ম্যাজিক ভ্যানের চালকও। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চ্যাংরাবান্ধা-মেখলিগঞ্জ সড়কের বাংলাদেশ মোড়ে।
পুলিস জানিয়েছে, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে চ্যাংরাবান্ধা থেকে মেখলিগঞ্জের দিকে ছুটছিল। সেই সময় মেখলিগঞ্জ থেকে যাত্রী বোঝাই একটি ম্যাজিক ভ্যান চ্যাংরাবান্ধার দিকে আসছিল। ভোটবাড়ি এলাকার বাংলাদেশ মোড়ে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ম্যাজিক ভ্যানে থাকা ৪ যাত্রী জখম হয়েছেন। চালকও জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত বেশ গুরুতর। প্রত্যেককেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে ম্যাজিক ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়েছে। বালি ভর্তি পিকআপ ভ্যানটিকে পুলিস আটক করেছে। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তিনজনকে ছাড়া হয়েছে। বাকি দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।