সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার সন্ধ্যায় খড়িবাড়ি ব্লকের অধিকারী সংলগ্ন জাতীয় সড়কে যাত্রীবাহী টোটোর পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা। ঘটনায় মৃত্যু হল এক মহিলা যাত্রীর। গুরুতর জখম হয়েছেন টোটো চালক সহ আরএক যাত্রী। পুলিস জানিয়েছে, মৃতার নাম অঞ্জু পরি (২৮)। তিনি অধিকারী এলাকার বাসিন্দা। এদিন পিডব্লু মোড় থেকে খড়িবাড়িগামী যাত্রীবাহী টোটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। জখম হন দু’জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিস ঘাতক গাড়ির চালককে আটক করেছে।