• ট্রেড লাইসেন্স নিয়ে অভিযোগ শুনলেন মেয়র
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বারবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে ট্রেড লাইসেন্স নিয়ে এমনই অভিযোগ শুনতে হল মেয়র গৌতম দেবকে। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়ে কয়েকজন নাগরিক এই অভিযোগ জানান।  তাঁদের বক্তব্য, টক টু মেয়র অনুষ্ঠানে একাধিকবার জানালেও পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ শুনে দপ্তরের আধিকারিকদের  অবিলম্বে নজরদারির নির্দেশ দেন মেয়র।  তিনি আধিকারিকদের বলেন, নাগরিকরা সমস্যার কথা জানালে গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সেই কাজ করতে হবে।


    অনুষ্ঠান শেষে মেয়র বলেন, অভিযোগ খতিয়ে দেখে কাজ করতে কিছু ক্ষেত্রে সময় লাগছে। পুজোর সময় কিছু কাজ বন্ধ ছিল। ট্রেড লাইসেন্স অনলাইনে হওয়ার ফলে গোটা বিষয়টি শুরুতেই নজরদারি করা আমাদের সম্ভব হচ্ছে না। এদিন এক নাগরিক জানিয়েছেন, এক নামে একই জায়গায় একাধিক ট্রেড লাইসেন্স করে এক ব্যক্তি ব্যবসা করছেন। এ ধরনের অনিয়ম বন্ধ করার জন্য পুরসভার তরফে সার্ভে শুরু হবে।
  • Link to this news (বর্তমান)