সংবাদদাতা, ময়নাগুড়ি: শনিবার ময়নাগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় একাধিক বেআইনি জলের কারখানা বন্ধ করে দিল ময়নাগুড়ি থানার পুলিস। খাগড়াবাড়ি-১ পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি, শহরের ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগরে জলের কারখানা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে হাসপাতাল পাড়ার এক জল ব্যবসায়ীর প্রয়োজনীয় কাগজ না থাকায় সোমবারের মধ্যে তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, জল নিয়ে কোনও ছেলেখেলা বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যাঁরা ব্যবসা করছেন তাঁদের বিরুদ্ধে অভিযান চলছে। কাগজ না থাকলে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। লাগাতার অভিযান চলবে।