সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: মিলে গেল প্রত্যাশা। সিতাইয়ে তৃণমূলের জয়ের ব্যবধানে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। সিতাই বিধানসভা উপ নির্বাচনে এক লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সিতাই উপ নির্বাচনে এবার প্রথম থেকেই কার্যত মাঠ ফাঁকা ছিল। বিরোধী বিজেপির প্রচার সেভাবে চোখে পড়েনি। তেমনি বাম-কংগ্রেসের প্রচারে ছিল না কোনও ঝাঁঝ। এই পরিস্থিতিতে নির্বাচনী ময়দানে দাপিয়ে প্রচার চালানোর সময় তৃণমূল দাবি করেছিল, এই আসনে তারা ১ লক্ষ ২০-২৫ হাজার ভোটে জিতবেন প্রার্থী। শনিবার সকাল আটটা থেকে দিনহাটা কলেজে ভোটগণনা শুরু হতেই দেখা যায় ২৫টি টেবিলে ১২ রাউন্ডেই তৃণমূল প্রার্থীর ভোট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপককুমার রায়কে ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে পরাজিত করেন। সঙ্গীতার মোট প্রাপ্ত ভোট এক লক্ষ ৬৫ হাজার ৯৮৪।
সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ৩৫ হাজার ৩৪৮ ভোট। কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় পেয়েছেন ৯ হাজার ১১৭ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মার ঝুলিতে মাত্র ৩ হাজার ৩১৯ ভোট। সঙ্গীতা বলেন, আমার এই জয় প্রতিটি অঞ্চলের, বুথের মা-বোনের জয়। যে মেশিনারি আছে, তাঁদের কাছে কৃতজ্ঞ। সবার চেষ্টার জন্যই এতো ভোট পেয়েছি। মা, বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ঢেলে ভোট দিয়েছেন। কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বলেন, এই জয় প্রত্যাশিত। তৃণমূল সব সময় মানুষের সঙ্গে থাকে। তারই প্রতিদান হিসেবে মানুষ এভাবে জয়ী করেছেন।
জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের কথায়, এটা উন্নয়ন ও শৃঙ্খলার কারণেই সম্ভব হয়েছে।