• ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি রুখতে নয়া এসওপি রাজ্যের
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি নিয়ে ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছিল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং গ্রিভান্স রিড্রেসাল কমিটির কাছে। চাপ বাড়ছিল বিশ্ববিদ্যালয়ের উপর। বিশ্ববিদ্যালয় অভিযোগ খতিয়ে দেখে যাবতীয় পরীক্ষারই লাইভ স্ট্রিমিং করবার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার পর টোকাটুকি, নকল, প্রশ্নফাঁস ও যে কোনও ধরনের পরীক্ষা দুর্নীতি আটকাতে ৫২ দফা নির্দেশ (এসওপি) জারি করল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত গ্রিভান্স রিড্রেসাল কমিটির জারি করা ওই নির্দেশে কোনও মেডিক্যাল কলেজের পরীক্ষার সময় সেখানকার অধ্যক্ষ তথা প্রতিষ্ঠানের অধিকর্তাকেই সর্বাধিক দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, সেন্টার ইন চার্জ বা সিআইসি’র উপর অর্পিত হয়েছে সর্বাধিক দায়িত্ব। বলা হয়েছে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সিসি ক্যামেরার নজরদারিতে করতে হবে। তবে কিছু এসওপি দেখে ঘনিষ্ঠমহলে হাসি চাপতে পারেননি বহু  সিনিয়র শিক্ষক চিকিৎসক। স্কুলপড়ুয়াদের টুকলি রুখতে যেমন একসঙ্গে ২ জনকে বাথরুমে যেতে দেওয়া হয় না, তেমনই ভাবী ডাক্তারদের টুকলি রুখতে একসঙ্গে দুই পরীক্ষার্থীকে বাথরুমে যেতে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। এও বলা হয়েছে, পরীক্ষার হলে দু’টি বসবার সারির মাঝখানে রাখতে হবে তিন ফুটের দূরত্ব!  
  • Link to this news (বর্তমান)