এক গুছিতে ৭০টির বেশি পান বিক্রি নয়, সিদ্ধান্ত বৈঠকে
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে কাটল জট। এখন থেকে এক গুছিতে ৭০টির বেশি পান বিক্রি করতে পারবেন না চাষিরা। শনিবার খাদ্যভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কৃষক এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সেখানেই এক গুছিতে পানের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে মন্ত্রী জানান, একটি গুছিতে ৫০টি পান বিক্রির নিয়ম থাকলেও অনেকে সেটা মানত না। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল, কৃষকরা ৫০টির সঙ্গে অতিরিক্ত ২০টি পান দিতে পারবেন। এর বেশি দেওয়া যাবে না। আগামী ১৫ ডিসেম্বর থেকে লাগু হবে এই নয়া নিয়ম। তার আগে বিভিন্ন ব্লকে প্রচার করে কৃষকদের এ বিষয়ে সচেতন করা হবে।
পান চাষি ও আড়তদারদের মধ্যে গুছিতে পানের সংখ্যা নিয়ে মতবিরোধ অনেকদিনের। আড়তদাররা একটি গুছিতে ১৫০টি করে পান রাখার দাবিতে চাষিদের চাপ দিতেন। অনেকে রাজি হলেও বেশিরভাগই তা করতেন না। আবার এক শ্রেণির কৃষক বাড়তি টাকার জন্য এক গুছিতে হাজার খানেক পান বিক্রি করেছেন বলেও জানা গিয়েছে। এই বৈষম্যের কারণে পানের বাজারে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল অনেককে। সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছিলেন কৃষকরা। পুজোর আগে একটি বৈঠক হলেও সেখানে কোনও সমাধানসূত্র বেরয়নি। এবার তাই সব পক্ষকে নিয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এই নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে।