• পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব ছাড়ছেন লক্ষ লক্ষ ভারতীয়, পাড়ি জমাচ্ছেন বিদেশে
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৪
  • ২৩ বছর বয়সী এক আইটি ইঞ্জিনিয়ার সম্প্রতি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে। প্রায় ১ লক্ষ টাকা বেতন পাওয়া ওই যুবক নিজের বন্ধুর সঙ্গে ভারতের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ওই পোস্টে। সেখানে যুবকের বক্তব্যে সম্মতি জানিয়ে অনেকেই লিখেছেন, ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশ পাকাপাকিভাবে বাস করলে সুন্দর জীবন এবং নাগরিক সুযোগসুবিধা বেশি পাওয়া যাবে।

    ১৪০ কোটির দেশে একজনের নাগরিকত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশকে বিক্ষিপ্ত বলে মনে হতেই পারে আপনার। কিন্তু গত কয়েক বছরের তথ্য দেখলে বুঝবেন, কেন ওই পোস্ট উঠে এসেছে আলোচনায়। বিদেশ মন্ত্রকের তথ্য জানাচ্ছে, ২০১১ সাল থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ১৭ লক্ষ ভারতীয় স্বেচ্ছায় নিজেদের পাসপোর্ট জমা দিয়েছেন। ভারত ছেড়ে বিদেশের নাগরিকত্ব পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ভারত ছেড়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশের নাগরিকত্ব নিতে যেমন আগ্রহী হয়েছেন অনেকে। তেমনই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু দেশ, ব্রাজ়িল, আইসল্যান্ড, ভ্যাটিকান সিটিতেও পাড়ি জমিয়েছেন অনেকেই।

    ভারতের দ্বৈত নাগরিকত্ব নীতি নেই। অর্থাৎ আপনি যদি ভারতের নাগরিক হন, তাহলে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে পারবেন না। যদিও বিশ্বের অনেক দেশেই এই সুবিধা মেলে। তাই কোনও ভারতীয় অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে চাইলে তাঁকে ভারতের নাগরিকত্ব ছাড়তে হবে। এই প্রবণতাই সাম্প্রতিক কালে বাড়তে শুরু করেছে।

    বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্যে উঠে এসেছে কোন বছরে কত জন ভারতীয় নাগরিক নিজেদের নাগরিকত্ব ছেড়েছেন-

    সাল : নাগরিকত্ব প্রত্যাহার
    ২০২৩: ২ লক্ষ ১৬ হাজার ২১৯ জন
    ২০২২: ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন
    ২০২১: ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন
    ২০২০: ৮৫ হাজার ২৫৬ জন
    ২০১৯: ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন
    ২০১৮: ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন
    ২০১৭: ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন
    ২০১৬: ১ লক্ষ ৪১ হাজার ৬০৩ জন
    ২০১৫: ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ জন
    ২০১৪: ১ লক্ষ ২৯ হাজার ৩২৮ জন
    ২০১৩: ১ লক্ষ ৩১ হাজার ৪০৫ জন
    ২০১২: ১ লক্ষ ২০ হাজার ৯২৩ জন
    ২০১১: ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন

    এই তথ্য থেকে বোঝা যাচ্ছে প্রতি বছর কত সংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। তবে যত দিন যাচ্ছে, এই প্রবণতা বাড়ছে। ২০২২ সালে সবথেকে বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। ২০২০ সালে কোভিড অতিমারি শুরুর বছরে নাগরিকত্ব ছাড়ার সংখ্যা কিছুটা কম ছিল। নাগরিকত্ব ছাড়ার পাশাপাশি ভারতীয় নাগরিকদের বিদেশে কাজ করতে যাওয়ার প্রবণতাও গত কয়েক বছরে বেড়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ভারতীয় বিভিন্ন দেশে কাজ করেন। এর মধ্যে যেমন এক্সপার্ট,বিভিন্ন ক্ষেত্রের প্রফেশনালরা রয়েছেন, তেমনই আছেন শ্রমিকরাও।
  • Link to this news (এই সময়)