• দুই রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া। বাংলায় নতুন ছয় বিধায়ক শপথ নেবেন কবে। আর কী কী নজরে
    আনন্দবাজার | ২৪ নভেম্বর ২০২৪
  • ‘জুটির’ জোরে মহারাষ্ট্র জয় বিজেপির। বিজেপির নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’র ঝুলিতে যেতে চলেছে ২৩০টি আসন। অন্য দিকে, কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) এনসিপি (শরদ)-র ‘মহাবিকাশ আঘাড়ী’ ৫০-এর ঘরই ছুঁতে পারেনি। কংগ্রেস, আরজেডি এবং বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে নিয়ে ঝাড়খণ্ডে টানা দ্বিতীয় বারের জন্য সরকার গড়তে চলেছেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে হেমন্তই যে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এই বিষয়ে প্রায় কোনও সংশয় না-থাকলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ ফলপ্রকাশের পরেই দুই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে যাবে। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হন, শপথগ্রহণ অনুষ্ঠান কবে হয়, সে দিকে আজ নজর থাকবে।

    বাংলার নতুন ছয় বিধায়কের শপথগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে কি আজ? রাজ্যের ছ’টি বিধানসভার উপনির্বাচনে সব ক’টিতেই জয় পেয়েছে শাসকদল তৃণমূল। তার পর থেকেই শপথগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক অতীতে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত চরমে উঠেছিল। এ বারও কি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের স্নায়ুযুদ্ধ দেখা যাবে? এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

    প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীকে ‘মন কি বাত’ শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক মাসের মতোই আজও সেই অনুষ্ঠান হবে। শনিবার মহারাষ্ট্রে প্রত্যাশা ছাপিয়ে জয় এসেছে। উত্তরপ্রদেশ এবং বিহারের উপনির্বাচনেও জয়জয়াকার পদ্মশিবিরের। কেবলমাত্র ঝাড়খণ্ডে ফের বিরোধী আসনে থাকতে হচ্ছে মোদীর দল বিজেপিকে। আজ প্রধানমন্ত্রী দেশবাসীকে কি বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

    আমেরিকার আদালতে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) জমা পড়েছে বৃহস্পতিবার। ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছে আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে। তার পর থেকেই আদানি বিষয়ে একে একে মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি এবং তাঁর সহযোগীদের ‘ভবিষ্যৎ’ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে এখনও পর্যন্ত আদানি নিয়ে মুখ খোলেনি মোদী সরকার। আদানিদের বিরুদ্ধে কোনও তদন্ত হবে কি না, তা-ও স্পষ্ট নয়। আজ আদানি বিতর্ক কোন দিকে মোড় নেবে?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার নাগাদ তার শক্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। এই প্রক্রিয়া অনেক দূরে ঘটতে থাকার ফলে বাংলায় সরাসরি তার কোনও প্রভাব পড়বে না।

  • Link to this news (আনন্দবাজার)