তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্যসংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার। এই সংখ্যা বাড়ানোর জন্য সংগঠনের তরফে সদস্য সংগ্রহ অভিযান চলছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করতে চান সংগঠনের নেতারা। কারণ, আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিগুলিতে বিস্তর রদবদল করা হচ্ছে। এ ছাড়াও রাজ্যের সরকারি দফতরে বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে সাজানো হচ্ছে। স্বাস্থ্য দফতরের শাখাতে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে। তাই নতুন করে কমিটি গঠন করা হবে। এই সব কাজের মধ্যে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে।
উল্লেখ্য, এই সভার মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয়ে সাংগঠনিক স্বার্থও রয়েছে। কারণ, রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশন তুলে ধরতে চাইছে যে, মুখ্যমন্ত্রীও তাদের সংগঠনের প্রতি আস্থাশীল। তা হলে সদস্য সংগ্রহ অভিযানে গতি আসবে। এ প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি। মন্ত্রী মানস ভুঁইয়া মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে সময় চেয়েছেন, আর তাঁর দফতর সময় দিলেই কলকাতায় আমরা সবচেয়ে বড় সমাবেশে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব।’’ প্রশাসন সূত্রে খবর, সংগঠনটি শাসকদলের অনুকূলে হওয়ায় মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। মনে করা হচ্ছে, সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী এসে কোনও বড়সড় ঘোষণা করতে পারেন।