• খোদ বিধায়কের শ্বশুরবাড়িতেই হুকিং করে বিদ্যুত্ সংযোগ! শোরগোল হতেই...
    ২৪ ঘন্টা | ২৪ নভেম্বর ২০২৪
  • পার্থ চৌধুরী: খোদ বিধায়কের নিকটাত্মীয়ের বাড়িতেই বিদ্যুৎ চুরির অভিযোগ। বিধায়কের শ্বশুরবাড়িতে বিদ্যুৎ সংযোগ কী না হুকিং করে! এমনই এক অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুড়বাড়ির বিরুদ্ধে। এ হেন কান্ডে শোরগোল খন্ডঘোষের তাঁতীপাড়ায়।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুল স্বীকার করেন বিধায়কের শাশুড়ি সুমিত্রা রায় ও শ্যালক অভিজিৎ রায়। সুমিত্রা রায়ের দাবি, প্রায় ১০ হাজার টাকা ইলেকট্রিক বিল এসেছিল। সেই টাকা দেওয়ার মতো সাধ্য নেই। ছেলেরা সে রকম কোনো কাজ করে না। তাই দুদিনের জন্য হুকিং করা হয়েছে। সেটা খুলে দেওয়া হবে।

    এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। বিজেপি নেতা শান্তরূপ দে কটাক্ষ করে জানান, তৃণমূল মানে দুর্নীত।মাশুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। যে দলে চোর আর জোচ্চোরে ভর্তি সেখানে এর থেকে আর বেশী কী আশা করা যেতে পারে। বিধায়কের পরিবার পরিজনেরাই যদি সরকারি বিদ্যুৎ চুরি করেন তাহলে কাউকে তো আর কিছু বলারই নেই। আমরা এর বিহিত চাইছি। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি করছি এই ঘটনা খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা হয় তা নিতে।

    জেলাশাসক আয়েষা রাণী জানান, এই বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলব।

    এদিকে, তদন্তে গিয়ে বে-আইনি হুকিংয়ের অস্তিত্ব খুঁজে পেল না বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজার গৌতম দত্ত জানিয়েছেন, চেকিংয়ে গিয়ে বে-আইনি হুকিংয়ের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর,খবরের জেরেই তড়িঘড়ি খুলে ফেলা হয়েছে হুকিং।

  • Link to this news (২৪ ঘন্টা)