• সুখেন্দু শেখরে নীরব; দলের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক অনুব্রতকে, আড়াই বছর পর মমতার মুখোমুখি!
    ২৪ ঘন্টা | ২৪ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিহাড় জেল থেকে বোলপুরে ফেরার কিছুদিনের মধ্যেই অনুব্রত মণ্ডল বুঝতে পেরেছিলেন সেই রাজপাট আর নেই। জেলা সভাপতি থাকলেও বীরভূমে তৃণমূলের কোর কমিটির একজন সদস্য করেই রেখে দেওয়া হয় তাঁকে। তাঁকে নিয়ে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয় ৭। এবার সেই অবস্থার কী বদল হচ্ছে? এমনই এক ইঙ্গিত মিলল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁর ডাক আসায়।

    সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সেই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কালীঘাট থেকে ডাক এসেছে তাঁর। ফলে জেল থেকে ফেরার পর আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারেন অনুব্রত মণ্ডল।

    জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন ২২ জন নেতা। তার মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলও। এমনটাই সূত্রের খবর। জাতীয় কর্ম সমিতির সদস্য অনুব্রত মণ্ডল। আগামিকাল কলকাতায় সেই বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত থাকার চিঠি অনুব্রত মণ্ডলের কাছেও পৌঁছেছে। কাল যদি অনুব্রত বৈঠকে যোগ দেন তাহলে প্রায় আড়াই বছর পর অনুব্রতর সঙ্গে সাক্ষাত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডল বীরভূমের দায়িত্ব না পাওয়ায় রাজনীতিতে একটা চমক ছিল। রাজনৈতিক মহলে আশঙ্কা ছিল, হয়তো অনুব্রত প্রভাব খর্ব করা হচ্ছে। তবে এবার বদল হচ্ছে সেই পরিস্থিতি। ওই ডাক পাওয়ার পরে মনে করা হচ্ছে দল এখনও এখনও হেভিওয়েট অনুব্রত মণ্ডল।

  • Link to this news (২৪ ঘন্টা)