জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামীকাল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। কিন্তু এই বৈঠকে ডাক পেলেন না সুখেন্দুশেখর রায়। আর জি কর নিয়ে আন্দোলনের সময় দলের বিপরীত মেরুতে ছিল তাঁর অবস্থান। তারফলেই কি বৈঠকে ডাক পেলেন না তিনি? তবে কি সুখেন্দুশেখর রায়ের থেকে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল? এই সমস্ত নানান প্রশ্ন উঠছে এই মুহূর্তে। বৈঠকের চিঠি পৌঁছে গিয়েছে বাকি সমস্ত সদস্যদের কাছে।
সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তারই মধ্যে সোমবার বিকেলে ২২ জন সদস্য নিয়ে এই বৈঠক হবে সূত্র মারফত জানা যাচ্ছে। এই কর্মসমিতির সদস্য ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু এখনও তাঁর কাছে কোনরকমের চিঠি পৌঁছাইনি। তৃণমূল সূত্রে খবর, আর জি কর কাণ্ডে প্রতিদিন দলের বিপরীতে যে সমস্ত মন্তব্য দিয়েছেন, সেই জন্য দলের একাংশ ক্ষুব্ধ। কখনও তৎকালীন পুলিস কমিশনের গ্রেফতারির দাবি করেছেন। তখন থেকেই দল এবং সাংসদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে দেখা যায়। এমনকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুখেন্দুশেখরের সেই রকম কোন সম্পর্ক নেই।
এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় সবকিছু বলব এটা কোনদিনই হয় না। রাজ্য সরকারের সঙ্গে আর জি করের কোন সম্পর্ক ছিল না। জুনিয়র ডাক্তার এবং আমরা সকলেই চাই ফাঁসি হোক। শুধু সংবাদমাধ্যমের চাপিয়ে দেওয়া তকমাকে যে সমর্থন করবে পার্টি তাঁর সঙ্গে থাকবে না।"