প্রকল্পের নাম ‘শিল্পের সমাধানে’। শিল্প দফতর সূত্রে খবর, নতুন বছরের আগেই, ক্ষুদ্রশিল্পের প্রসারের লক্ষ্যে এলাকায় এলাকায় পৌঁছবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুর এলাকায় করা হবে শিবির। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে। একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও করা হবে। এই প্রকল্পের জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজনও করতে পারে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যসচিব মনোজ পন্থ এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে এবং সংশ্লিষ্ট অন্য দফতরের সচিবেরা। সেখানেই ২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের যুবক-যুবতীদের ব্যবসা করার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে ব্যবসার জন্য সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়। ইতিমধ্যে, এই প্রকল্পের মাধ্যমে ৩০ হাজার যুবক-যুবতীকে ৭০০ কোটি টাকার ঋণ সুনিশ্চিত করা হয়েছে বলে দাবি তৃণমূল পরিষদীয় দলের। ৫০ হাজার আবেদনকারীর আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে। এই সংক্রান্ত কাজে বাধাবিপত্তি কাটাতেই ‘শিল্পের সমাধান’ প্রকল্প নিয়ে জগণের দুয়ারে আসছে সরকার।