• থানা ও গোয়েন্দা দপ্তরকে নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ মনোজ ভার্মার 
    দৈনিক স্টেটসম্যান | ২৫ নভেম্বর ২০২৪
  • কলকাতায় অপরাধ রুখতে নেটওয়ার্ক শক্তিশালী করার উপর জোর দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এরপরই নড়েচড়ে বসেন রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘটনার জেরে এবার ইন্টিলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার। শনিবার সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই আধিকারিকদের অপরাধ দমনে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)