চপার হাতে যুবকের উপর চড়াও দুষ্কৃতী, ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড জোড়াবাগানে
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৪
অর্ণব আইচ: ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড ঘটে গেল কলকাতার জোড়াবাগান এলাকায়। চপার হাতে এলাকার এক যুবকের উপর হামলা চালাল দুষ্কৃতী। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জোড়াবাগান থানার নতুনবাজার মুরগিপট্টি এলাকায়। জানা গিয়েছে, এই হামলায় আহত হয়েছেন অমিত সোনকার ওরফে খরগোশ নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় খরগোশ নতুনবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে তার উপর হামলা চালায় উত্তম সোনকার ও তাঁর সঙ্গীরা। হামলায় গুরুতর আহত হন অমিত সোনকার। স্থানীয় লোকজনের সহায়তায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার পর থেকেই পলাতক উত্তম সোনকার। মূল অভিযুক্ত ও তাঁর সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় উত্তমও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো ঝামেলা ছিল দুজনের মধ্যে। অমিতের পরিবারের সদস্যরা এই নতুন বাজার এলাকায় থাকেন। অমিত হাওড়ায় ফ্ল্যাটে থাকেন মা ও স্ত্রীকে নিয়ে। গতকাল অমিতের সন্তান হয়েছে। সেই উপলক্ষ্যে রবিবার নিজের পুরনো পাড়ায় এলে তার ওপর হামলা চালায় উত্তম। উল্লেখ্য, এলাকায় তোলাবাজি-সহ নানা অপরাধে অভিযুক্ত এই অমিত ও উত্তম। একাধিকবার নানা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুজনই।