• অশোকনগর কাণ্ডে দুই নাবালককে হোমে পাঠানোর নির্দেশ কোর্টের
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৪
  • এই সময়, অশোকনগর: বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এক কিশোরীকে গণধর্ষণ করে তার নাবালক প্রেমিক–সহ তিন জন বলে অভিযোগ। শুক্রবার অশোক‍নগর থানায় অভিযোগ হয়। এরপরেই তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে কিশোরীর প্রেমিক ও তার বন্ধু নাবালক। আর একজন যুবক বলে পুলিশ জানায়।

    শনিবার ধৃত দুই নাবালককে বিধাননগরের জুভেনাইল কোর্টে তোলা হয়। কোর্টের নির্দেশে তাদের হোমে পাঠানো হয়েছে। গণধর্ষণে অভিযুক্ত মিহির বিশ্বাসকে এ দিন বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে নাবালিকা গণধর্ষণের ঘটনায় আরও কিছু তথ্য জানার চেষ্টা করছে অশোকনগর থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, মিহির ওই নাবালিকার উপর বেশি যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার গণধর্ষণের অভিযোগের পরেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা–সহ আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। নির্যাতিতা তার বাড়িতে রয়েছেন। ১৬ বছরের নাবালিকার সঙ্গে বেশ কিছু দিন ধরে ১৭ বছরের এক নাবালকের সম্পর্ক ছিল। তাদের বাড়ি অশোকনগরের একই পাড়ায়।

    বৃহস্পতিবার বিকেলে নাবালক কিশোরীকে বাড়ি থেকে ডেকে চা খেতে নিয়ে যায়। একটি ক্যাফেতে তারা কফি খায় বলে জানায় নাবালিকা। এরপর কিশোরীর বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রাইমারি স্কুলের সামনে নির্জন জায়গায় তারা আসে। ওই নাবালক ও নাবালিকা মদ্যপান করে। দুজনেই তখন কিছুটা বেসামাল হয়ে পড়েছিল। ওই সময়ে নাবালককে তার এক বন্ধু ফোন করে। জানতে পেরে নাবালকের বন্ধু ও মিহির বিশ্বাস ওই নির্জন জায়গায় চলে আসে।

    অভিযোগ, মদ্যপানে বেহুঁশ অবস্থায় নাবালিকাকে গণধর্ষণ করে তার প্রেমিক–সহ তিন জন। বৃহস্পতিবার বেশি রাতে বাড়ি ফিরতেই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির লোকজন। সে সময়ে নাবালিকা পরিবারের কাছে গণধর্ষণের বিষয়টি জানায়। শুক্রবার দুপুরে অশোকনগর থানায় নির্যাতিতার পরিবারের লোকজন তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে দুই নাবালক–সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে গণধর্ষণের পুনর্নির্মাণ করে পুলিশ।
  • Link to this news (এই সময়)