• কেপিপি’র আলোচনা সভা
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলি ২নং বিএফপি স্কুল প্রাঙ্গণে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) আলোচনা সভা হল। সভায় প্রাথমিকে কামতাপুরি ভাষার পঠনপাঠনের জন্য স্কুল তৈরি ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন কামতাপুরি ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান তথা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য অপু বর্মন সহ অন্য সদস্যরা। এদিন কামতাপুরি ভাষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়।
  • Link to this news (বর্তমান)