তিন হাজার টাকা বেড়েছে এক সপ্তাহে, সোনার দাম সোমবার কত হলো?
এই সময় | ২৫ নভেম্বর ২০২৪
বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোনার দাম ফের বাড়তে শুরু করেছে। শনিবারের তুলনায় সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৫০ থেকে ৪০০ টাকা বেড়েছে। তবে রুপোর দাম প্রায় একই রয়েছে। কিন্তু গত সপ্তাহের সোমবারের তুলনায় যদি এই সপ্তাহের হিসাব করলে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা বেশি রয়েছে।
গত সপ্তাহের শুরুতে শেয়ার বাজারের পরিস্থিতি ছিল অস্থির। সেই সঙ্গে মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম দুর্বল হয়েছিল। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছিল। সব মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম বাড়তে শুরু করেছিল। তবে শুক্রবার থেকে ঘুরে দাঁড়িয়েছে স্টক মার্কেট। সোমবার বাজার খোলার পর অধিকাংশ সেক্টরের শেয়ারের দাম বেড়েছে। সোনার দামে এর প্রভাব কী পড়বে সে দিকেই তাকিয়ে স্বর্ণব্যবসায়ীরা। তবে গত সপ্তাহে দাম বাড়লেও অক্টোবরের শেষ সপ্তাহের তুলনায় কম রয়েছে সোনা ও রুপোর দাম।
সোমবার কলকাতার বাজারে সোনার দর:
পাকা সোনা বার: ৭৮ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
পাকা সোনা বার (খুচরো): ৭৮ হাজার ৬৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৪ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
রুপো (খুচরো): ৯১ হাজার ৫০০ টাকা (প্রতি কেজি)
বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং মেকিং চার্জ। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্টি হলেও বিপণি ভেদে মেকিং চার্জ আলাদা হতে পারে। তা যোগ করে যে দাম হবে, তা মিটিয়ে গয়না কিনবেন আপনি। যদিও এই দর দেখে সোনার দামের বৃদ্ধি বা হ্রাসের প্রবণতা বুঝতে পারবেন। সেই অনুযায়ী কেনাকাটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।