রুবির মোড়ে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, পাশে পড়ে স্কুটি
এই সময় | ২৫ নভেম্বর ২০২৪
খাস কলকাতায় যুবকের রক্তাক্ত মৃতদেহ দেহ উদ্ধার। সোমবার সকালে ই এম বাইপাসের রুবি মোড়ের কাছে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। তাঁর পরিচয় জানা যায়নি। খুনের ঘটনা নাকি পথদুর্ঘটনা, তদন্ত শুরু করে দেখছে কসবা থানার পুলিশ।
সোমবার সকাল তখন ৬টা। স্থানীয় বাসিন্দারা দেখেন, এক যুবক রাস্তায় পড়ে আছেন। শরীরে রক্তের দাগ। পাশে একটি স্কুটিও উল্টে পড়ে আছে। এর পরই কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এলাকার লোকজনের অনুমান, স্কুটির চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ চাকা পিছলে যাওয়ার দাগ রয়েছে ঘটনাস্থলে। আপাতত স্কুটিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, দুর্ঘটনা ঘটলে এরকম ব্যস্ত এলাকায় কারও নজরে পড়ল না কেন? সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ। সূত্রের খবর, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগোনো হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারেরও খোঁজ চলছে।