'মুখ খুললে সরকার পড়ে যাবে', কে এই বিকাশ মিশ্র, এত বড় দাবি করছেন?
আজ তক | ২৫ নভেম্বর ২০২৪
'আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।' প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বললেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জ গঠনের কথা। আর তার আগেই রবিবার পকসো আইনে আলিপুর আদালতে বিকাশকে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কলকাতা পুলিশ।
রবিবার আদালতের বাইরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল বিকাশকে। সেই সময়েই সংবাদমাধ্যমের উদ্দেশে চিৎকার করতে শুরু করেন বিকাশ। চেঁচিয়ে বলতে থাকেন, 'আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।' সেই কারণে তাঁকে 'মারার চক্রান্ত চলছে' বলে বিস্ফোরক দাবি করেন তিনি।
এমনকি আদালতেও বিকাশের আইনজীবীও তাঁকে কলকাতা পুলিশের হেফাজতে না দেওয়ার আর্জি জানান। নয়তো তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে দাবি করেন।
কিন্তু কে এই বিকাশ মিশ্র, যিনি এত বড় দাবি করছেন?
কয়লা পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা হিসাবে অভিযুক্ত বিনয় মিশ্র। তাঁরই ভাই বিকাশ মিশ্র। বিনয় এখন দেশ থেকে পলাতক। শোনা যায়, সম্ভবত মধ্যপ্রাচ্য়ের কোনও দেশে আছেন তিনি। এদিকে বিকাশকে কয়লা ও গরু পাচারের দুই মামলাতে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন। পরে জামিন পেলেও প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয় তাঁকে। আসানসোলে কয়লা পাচার চক্রের অন্য়তম মাথা মনে করা হয় এই বিকাশকে।
এর আগে বিরোধীরা একাধিকবার বিনয়-বিকাশের সঙ্গে শাসকদলের যোগের দাবি তুলেছেন। এমনই প্রেক্ষাপটে বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁর বৌদি-ই।
বিকাশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরই বৌদি
বিকাশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরই দাদা বিনয় মিশ্রের স্ত্রী। তাঁর ও তাঁর নাবালিকা মেয়ের উপর অত্যাচারের অভিযোগ জানিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানা। বিকাশের বিরুদ্ধে পকসো আইন, শ্লীলতাহানি, কুটুক্তি, যডযন্ত্র, ভয় দেখানো, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।