• নেতাদের অন্তর্দ্বন্দ্ব-উপনির্বাচনে দুর্দান্ত সাফল্য, ২৬-এ কী স্ট্র্যাটেজি? নজরে আজ কালীঘাটের বৈঠক
    আজ তক | ২৫ নভেম্বর ২০২৪
  • রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনে বিরোধীদের উড়িয়ে দিয়ে বিরাট ব্যবধানে জয়লাভ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে সোমবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই আবহেই এদিন তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৪টেয় নিজের কালীঘাটের বাসভবন লাগোয়া অফিসে এই বৈঠক করবেন তিনি। 

    জানা যাচ্ছে তৃণমূলনেত্রীর ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। সোমবার থেকেই দিল্লিতে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু হচ্ছে সোমবারই। তাই এই দুই অধিবেশন দলের কী রণনীতি হবে, তা নিয়ে  আলোচনা হতে পারে বৈঠকে। 

    আরজি কর ঘটনার পর আর এই ধরনের দলীয় বৈঠক করেননি মমতা। তাই বৈঠকে এই সব বিষয়ও উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।  প্রায় ২ বছর পর ফের বৈঠকে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। প্রসঙ্গত, কর্মসমিতির বৈঠকে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায় বিশদে ব্যাখ্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।  সংসদে অধিবেশন চলার সময়ে বিরোধী দলগুলি কক্ষ সমন্বয় করে। জোড়াফুল বিরোধী ইন্ডিয়া ব্লকের অংশ হলেও কংগ্রেসের সুরে সুর না মিলিয়ে নিজস্ব অবস্থান বজায় রাখে। অতীতে জোড়াফুলের সংসদীয় টিম কংগ্রেসের তালে তাল না–মিলিয়ে পৃথক ভাবে একাধিক ইস্যুতে সংসদে বিজেপি সরকারের বিরোধিতা করেছে। তাই ইন্ডিয়া ব্লকে থেকেও সংসদের আসন্ন অধিবেশনে তৃণমূল কোন ইস্যুতে কী অবস্থান নেবে, তা মমতা  বন্দ্যোপাধ্যায়  বিশদে ব্যাখ্যা করতে পারেন এদিন।

    পুরসভা থেকে জেলা সভাপতি রদবদলের বিষয়ের পাশাপাশি সাংগঠনিক পরিকাঠামোয় পরিবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে থাকবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জামিনে মুক্তির পর প্রথমবার মুখোমুখি হবেন দলনেত্রীর। অন্যদিকে, সূত্রের খবর, বৈঠকে এখনও আমন্ত্রণ পাননি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।  তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়। লোকসভার পুরসভাভিত্তিক ফল বিশ্লেষণ করে একাধিক পুরসভার চেয়ারম্য়ান ও ভাইস চেয়ারম্য়ানের রদবদল নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে রিপোর্ট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তা নিয়ে আলোচনা হতে পারে। সূত্রের খবর, সুব্রত বক্সীও একটি রিপোর্ট জমা দিয়েছেন। সোমবারই রদবদলের সিদ্ধান্ত না নিলেও, সাংগঠনিক পরিকাঠামোয় কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজ তক)