হুগলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কয়েক ঘণ্টাতেই গ্রেপ্তার অভিযুক্ত, সর্বোচ্চ শাস্তির আশ্বাস
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির গুড়াপ থানার এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরিবারের লোকজন হঠাৎ করেই খেয়াল করেন মেয়ে বাড়িতে নেই। এরপর খোঁজাখুঁজি শুরু হলে, অভিযুক্ত প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নাবালিকার দেহ। দ্রুত গুড়াপ থানায় খবর দেওয়া হলে পুলিসের টহলদারি ভ্যান তৎক্ষণাৎ নাবালিকা ও তার বাবাকে সঙ্গে করে স্থানীয় হাসপাতালে পৌঁছয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই নাবালিকার বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে পুলিস। মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয়েছে সার্কেল ইন্সপেক্টর, ধনিয়াখালির উপর।
সোমবার নাবালিকার মৃতদেহ ময়না তদন্তের জন্য চিনসুরা জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে। অভিযুক্তকে রবিবার গ্রেপ্তারের পর সোমবার তাকে চুঁচুড়া সদর কোর্টে পেশ করবে পুলিস। ঘটনায় দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।