• খাবার চাওয়াই অপরাধ একরত্তির! গুপ্তিপাড়ায় শিশু মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য...
    ২৪ ঘন্টা | ২৫ নভেম্বর ২০২৪
  • পিয়ালি মিত্র: হুগলির পাঁচ বছরের শিশু খুনে এল নয়া মোড়। খুনের নেপথ্যে নিজের দাদুই! শনিবার সকালে নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয় পাঁচ বছরের স্বর্ণাভ সাহা। মা'কে বলে গিয়েছিল ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি। কিন্তু সেখান থেকেই ফিরল না স্বর্ণাভ। রবিবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল হুগলির গুপ্তিপাড়ায়। এই ঘটনায় তন্ত্র-যোগ খতিয়ে দেখছে পুলিস। তাদের নজরে এক তান্ত্রিকও। কিন্তু সোমবার দাদুকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 

    গুপ্তিপাড়ায় শিশু মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাদুর হাতেই খুন হয় নাতি। পুলিস সূত্রে জানা গিয়েছে, খাবার চাইতে দাদুর কাছে গিয়েছিল নাতি। সেই সময় রাগ করে নাতির মুখ চেপে ধরে দাদু। তখনই ঘটে বিপত্তি।  এমনকি পরিবারের আরও দুজনের সঙ্গে দেহ লোপাটের চেষ্টা করে দাদু। তারপর নিখোঁজের তত্ত্ব সাজাতেই এই তান্ত্রিকের গল্প দেই অভিযুক্তরা। 

    ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিল দাদু সহ পরিবারের আরও দুজন। পুলিসের জেরায় দাদু কোনরকম স্বীকার না করলেও ঠাকুমা গোটা ঘটনাটি স্বীকার করেন। ঠাকুমার দাবি, পারিবারিক বিবাদ না, ঠাকুরদা প্রচণ্ড বদমেজাজি এবং বাচ্চাদের পছন্দ করতেন না। যখন  বাচ্চাটি তাঁদের বাড়িতে গিয়ে ডিমের ভুজিয়া খাওয়ার জেদ করে, তখন রাগের মাথায় দাদু শিশুটিকে মারধর করে এবং মুখ চেপে ধরে। দীর্ঘক্ষণ মুখ চেপে রাখার ফলেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় বছর পাঁচের স্বর্ণাভ সাহার। বলাগড় থানার পুলিস আজই কোর্টে তুলবেন তিন অভিযুক্তকে।

  • Link to this news (২৪ ঘন্টা)